প্রশান্তি ডেক্স ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকায় নিজ ঘরে বিস্ফোরণে রাকিব মাল (১৮) নামে এক যুবকের দুই হাত এবং একটি পা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহত রাকিবকে প্রথমে হিজল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান তাকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।
আহত রাকিব মাল ওই এলাকার কালাম মালের ছেলে এবং পার্শ্ববর্তী হিজলা উপজেলায় একটি ওয়ার্কশপের শ্রমিক।
স্থানীয়রা জানিয়েছে ওই ঘরে রাকিব মাল ও তার মা ছিলেন। ১২টি ম্যাচের কাঠি দিয়ে একটি কৌটায় বোমা বানানোর চেষ্টা করছিলো সে। এ সময় সেটি বিস্ফোরণে বিকট শব্দ হয়। পরে এলাকাবাসী ওই বাসায় গেলে রাকিবকে গুরুত্বর আহত দেখতে পায়। তার বাম পা এবং দুই হাত দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। রাকিবের সাথে হাসপাতালে আসা তার খালা ও খালু এই তথ্য জানিয়েছেন।
কাজিরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, একটি বিস্ফোরণ ঘটেছে শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে একজন আহত হয়। তবে বোমা তৈরীর কোন উপাদান পাওয়া যায়নি। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।