ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৩ তম গ্রেড প্রদান, নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। গত (২৬ নভেম্বর) বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েসনের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী কর্মসূচীর কর্মসূচীর অংশ উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে হিসেবে এ কর্মসূচী পালন করা হচ্ছে। গত বৃহস্পতিবার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সবকটি টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচীর কথা থাকলেও কর্মবিরতির কারনে টিকাদান থেকে বঞ্চিত হয়েছে সকল শিশু। কর্মবিরতি পালনকালে উপজেলা হেলথ এসিস্ট্যেন্ট এসোসিয়েশনের
সভাপতি আবু জামাল’র সভাপতিত্বে সরকারের নিকট দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন, কর্মচারী কল্যান পরিষদের যুগ্ম আহবায়ক মো.ইব্রাহীম খলিল, উপজেলা হেলথ এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমকে আশরাফ, যুগ্ম সম্পাদক আক্কাছ আলী সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি শওকত আলী চৌধূরী, আহ্বায়ক দাবী বাস্তবায়ন পরিষদ মো.জসিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক তানিয়া সুলতানা, আবদুল্লাহ আল মোনায়েম ও শাহীন মিয়া। দাবী বাস্তবায়নে সহমত পোষন করেন প্রাক্তণ উপ-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ডাঃ গোলাম মোস্তফা। বক্তাগন বলেন ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ও ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে এবং টিকাদান কর্মসূচী বন্ধ থাকবে।