প্রশান্তি ডেক্স ॥ নড়াইলে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। গত বুধবার (২ ডিসেম্বর) বিকেল ৫টায় জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের পুরোনো বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নারীনেত্রী ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আন্জুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী গুলশানারা বেগম, ফিরোজা সিদ্দিকী, নারীনেত্রী মুক্তিযোদ্ধা অপর্ণা রানী দাস, জেলা পরিষদের সদস্য নাজমিন সুলতানা রোজী, যুব মহিলা লীগের আহ্বায়ক পলি রহমান, রিক্তা বেগম প্রমুখ।
সমাবেশে নেত্রীরা বলেন, বর্তমান সরকারের বিপক্ষে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের এই হীন মানসিকতার বিপক্ষে আজকে আমাদের এ বিক্ষোভ সমাবেশ। যত বাধাই আসুক; বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবে, কোনো অপশক্তি রুখতে পারবে না।