‘রাজাকার’ পুত্রকে আওয়ামী লীগের মনোনয়ন, বিক্ষোভ

প্রশান্তি ডেক্স ॥  কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ম‌নো‌নীত প্রার্থী কাজিউল ইসলামের ম‌নোনয়ন বা‌তি‌লের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা। প্রতিবাদ কমসূচি থেকে কাজিউল ইসলামকে স্বাধীনতাবিরোধী ও রাজাকারের সন্তান আখ‌্যা দি‌য়ে তার দলীয় মনোনয়ন বা‌তি‌লের দাবি জা‌নি‌য়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের খেজুরের তল এলাকায় দুই সহস্রাধিক নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধারা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন, নারী মুক্তিযোদ্ধা খুকী বেওয়া ও বছিরন, ছামসুল ইসলাম ও লাভলু মিয়া প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, বীর মুক্তিযোদ্ধা নারী ও সচেতন পৌরবাসীর ব্যানারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে রাজাকারের সন্তানের মনোনয়ন বাতিল করে স্বচ্ছ ইমেজের ব্যক্তিকে মেয়র পদে মনোনয়নের দাবি জানানো হয়।

প্রসঙ্গত, কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক পৌর চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলামকে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়। এর আগে জেলায় তৃণমূল ভোটে এগিয়ে থাকা মোস্তাফিজার রহমান সাজু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বহিষ্কৃত জেলা আওয়ামী লীগ সাইদুল হাসান দুলালও স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে বিএনপি থেকে মনোনয়ন পান সাংবাদিক শফিকুল ইসলাম বেবু। তাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক। অপরদিকে ইশা আন্দোলনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন আব্দুল মজিদ।

Leave a Reply

Your email address will not be published.