প্রশান্তি ডেক্স ॥ নাবালিকা বিয়ে রোধে পুলিশ বিয়ে বন্ধ করতেই ঘটল তাজ্জব কাণ্ড। বিয়ে করতে না পেরে কনের বোনকে অপহরণ করে পালাল বর! যদিও পুলিশ পরে অপহৃত বোনকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বরের এক আত্মীয়কে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই বর পলাতক।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মুরিনা জেলায় পোরসা থানার একটি এলাকায়। স্থানীয় সূত্র বলছে, বাল্যবিয়ের খবর পেয়ে মধ্যপ্রদেশ পুলিশ, নারী ও শিশু উন্নয়ন বিভাগ ওই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়। তখন কনের মাথায় সিঁদুর তুলতেই তা পণ্ড করে দেয় প্রশাসন।
কনের পরিবারকে বোঝানোর পর পুলিশ কনেকে থানায় নিয়ে আসে। তবে পুলিশ বড় বোনকে নিয়ে এলেও জোর করে কনের ছোট বোনকে বিয়ে করবে বলে তুলে নিয়ে যায় ওই পাত্র। পুলিশের কাছে সে খবর পৌঁছলে প্রশাসন তল্লাশি চালিয়ে অপহৃত মেয়েকে উদ্ধার করে। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।