ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কমিশনার মাসুদ উল আলম সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক মো.জাফর আহাম্মদ এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক সিকদার। তাছাড়া নির্বাচনকালীন সময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান। শান্তি শৃংঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ উপস্থিত থাকবেন। উল্লেখ্য নির্বাচনে দুটি প্যানেলে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে ৩টি পদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।