তাজুল ইসলাম নয়ন॥ দেশের বাইরে প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে বাঙালি জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি উম্মোচন করা হয়। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্বাবিদ্যালয়ের আইন অনূষদের সামনে এটি উম্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. বার্নি গ্লোভার।
মহান নেতান মহানুভবতার কৃর্তি আজিবন উদ্ভাসিত থাকবে ঐ বিশ্ববিদ্যালয়ের প্যারামাটা ক্যাম্পাসে এবং সেই বিশ্ববিদ্যলয়ের পড়–য়া সকল শিক্ষার্থীদের মাঝে। তারা পাবে, চেতনা ও পথ চলার দিক নির্দেশনা এমনকি মহান এক জাতি সৃষ্টির র্কীতিমাখা স্বর্ণখচিত উপাখ্যান। ঐ মুর্তিটি উন্মোচন করেছেন তারই ¯েœহের উত্তরসূরী মাননীয় আইন মন্ত্রী। এই বিষয়টিও একটি ঐতিহাসিক শুভ সুচনা নতুন প্রজন্মের জন্য। যোগ্য সহচরের যোগ্য সন্তান ও কলম যোদ্ধা বাকপটু জনাব আনিছুল হক দেখিয়েছেন সম্পর্ক কেমন হওয়া উচিত এবং এই সম্পর্কের ধারাবাহিকতা কিভাবে অক্ষুন্ন রেখে অকুতোভয় বীর এগিয়ে চলেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিঘর হিসেবে।