সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২০

সাইফুল ইসলাম: সৈয়দ মহিদুল ইসলামের স্মরনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক ব্যতিক্রম নাট্যশালা অনুষ্ঠিত হয়েছে । ব্যতিক্রম নাট্যকার, অভিনেতা ও নির্দেশক সৈয়দ মহিদুল ইসলমের জন্ম ১৯৪৬ সালে । তিনি হলেন নাট্যকার, নাট্য কর্ণধার , যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক নাটকের । তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ পাশ করেন । একই বছর রাওয়াল পিন্ডিতে টিভি প্রযোজনার উপর বিশেষ প্রশিক্ষন গ্রহন করেন । ভারতের “ ন্যাশনাল স্কুল অব ড্রামা ”থেকে নাট্যতত্ত্বে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন । ১৯৭৮ সালে বাংলাদেশে ফিরে এসে ব্যতিক্রম নাট্য গোষ্ঠীর সূচনা করে নিয়মিত নাট্য চর্চা অব্যাহত রাখেন । ব্যতিক্রম নাট্য গোষ্ঠীর প্রযোজনায় তার নির্দেশিত নাটকের সংখ্যা ৩৩ টি । মঞ্চের পাশাপাশি তিনি বেতার ও টেলিভিশনের অসংখ্য নাটকের অভিনয় ও পান্ডুলিপি রচনা করেন । তার দুটি নির্মিত চলচ্চিত্র “আমি কার ” ও “স্বপ্নযাএা ” । তিনি দর্শকের জন্য প্রায় এগারোটি নাটক লেখা এবং অনুবাদ ও রূপান্তর করেন । চলচ্চিত্রে অভিনয়েও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। তিনি ২৩ আগস্ট ২০০২ সালে পরলোকগমন করেন । তিনি চলে যাওয়ার পর তারই মেয়ে সৈয়স নওশীন ইসলাম দিশা নাট্য পরিচালনা করেন এবং তিনি নাট্য নির্দেশনা দিয়ে আসছেন । এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রাণ ও র্দোযোগ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান। আরো উপস্থিত ছিলেন স্বারথী আতাওর রহমান এবং একুশে পদক প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। তিনি একাধারে অভিনেত্রী, নাট্যকার ও নাট্য নির্দেশক। গত শতাব্দীর সত্তর ও আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তিনি মঞ্চে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৮৪ সালে পেয়েছেন ‘এওয়ার্ড অব অনার’ পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পেয়েছেন ‘শিল্পকলা পদক ২০১৪’।

এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। নাট্যব্যক্তি সৈয়দ মহিদুল ইসলাম যুগল সম্মাননা পান ২০২০ ; ঢাকা পদাতিক কাজী শিলা ও কাজী চপল ; খেয়ালী নাট্যগোষ্ঠী পুরস্কিৃত হন রানু আরা, শাহীন আহম্মেদ ; নাগরিক নাট্যঙ্গন থেকে পুরস্কার পান প্রৈতি হক, সাজু খাদেম। মঞ্চ বন্ধু সম্মননা পান ২০২০ ; বাংলাদেশ থিয়েটার অর্কাইভস ড. বাবুল বিশ্বাস; নাট্য গবেষক ও পরিচালক , অভিনেতা ও নিদের্শক সৈয়দ শুভ্র এবং মাইম অভিনেত্রী ও নির্দেশক নাদেজদা ফারজানা । নিত্য প্রযোজনা করেন খায়রুন নিশাত মনি ও আফশীন। নাটকে নাম : সহবাস; রচনা : রমাপ্রসাদ বণিক; নির্দেশনা : সৈয়দ নওশীন ইসলাম (দিশা); ব্যতিক্রম নাট্যগোষ্ঠী।


Leave a Reply

Your email address will not be published.