প্রশান্তি ডেক্স ॥ খালে মাছ ধরাকে কেন্দ্র করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। ওই ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে ৯জন আহত হয়েছেন। ২০টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ ১০ জনকে গ্রেফতার করে গত বুধবার কুমিল্লা জেল হাজতে পাঠায়। নিহত ব্যক্তি নাগাইশ গ্রামের ইউসুফ আলী সর্দারের ছেলে মোসলেম উদ্দিন। গত বুধবার কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনিও মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে দক্ষিণ নাগাইশ এলাকার মিন্টু মিয়া তার বাড়ির পাশের খাল থেকে মাছ ধরছিলেন। তখন একই এলাকার মো. হোসেন মিয়া বাধা দিয়ে কদিন পরে মাছ ধরতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেনকে ছুরি দিয়ে আঘাত করলে, হোসেনের ভাতিজা শরীফ চাচাকে বাঁচাতে গিয়ে, লিটনের ছুরির আঘাতে আহত হন। ওই ঘটনার জের ধরে দক্ষিণ নাগাইশ এলাকায় দুটি গ্রুপ হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দুই দিনের ধাওয়া পাল্টা ধাওয়ায় এ পর্যন্ত বাড়িতে লুটসহ ২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আহতরা ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ২৯ জনের নামে ও অজ্ঞাতনামা ২৫জনের বিরুদ্ধে থানায় একটি ভাঙচুর ও হত্যা মামলা করা হয়েছে।