ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নান্নু মিয়া নামক এক অন্ধ বৃদ্ধকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার জের ধরে ঘটনার ৮দিন পর আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণগ্রাম গোরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে। এসময় কসবা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন ভ’ইয়া ও তদন্তকারী কর্মকর্তা এস আই রওশন সহ এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন। তদন্তকারী কর্মকর্তা এসআই রওশন জানান; গত ১৫ জানুয়ারি নিহত নান্নু মিয়ার ছেলে মামুন মিয়া অভিযোগ করেন তার অন্ধ পিতাকে রাতের আধারে তার চাচা তাহের মিয়া ও অন্যান্যরা ১৩ জানুয়ারি রাতে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় তার মা প্রকৃতির ডাকে ঘরের বাহিরে টয়লেটে ছিলেন। টয়লেট থেকে বের হয়ে তিনি দেখেন তাহের মিয়া ও অন্যান্য ঘাতকরা দৌড়ে পালিয়ে যায়। তখন একটি মালবাহী ট্রেন বাড়ির পাশে রেললাইন দিয়ে অতিক্্রম করছিলো। ট্রেনের আওয়াজে আশে পাশে ওই সময়ের চিৎকার কেউ শুনতে পায়নি। পরে শোর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার কিছুক্ষন পর নান্নু মিয়া মারা যায়। এ ঘটনায় গ্রামের সাহেব সর্দাররা মিমাংসা করে দেয়ার প্রতিশ্রুতিতে নিহত নান্নু মিয়ার লাশ দাফন করা হয় এবং মামলা করতে বিলম্ব হয় বলে নিহতের ছেলে মামুন মিয়া জানায়। ওই মামলার জের ধরে তদন্তকারী কর্মকর্তা নিহতের ময়না তদন্তের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন। উল্লেখ্য নান্নু মিয়ার পরিবার ও তার ভাই তাহের মিয়ার পরিবারের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে গত তিনবছর যাবত মামলা মোকদ্দমা চলে আসছিলো। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুলাহ আল বাকী পাঠানো হয়েছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post