মাশরাফিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মুশফিক

প্রশান্তি স্পোর্স্ট ডেক্স ॥ বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।
গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের ২১৯তম ওয়ানডে খেলেন মুশফিক, সেই ম্যাচে মাঠে নেমেই মাশরাফিকে ছাড়িয়ে যান মুশফিক। নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি দেশের হয়ে ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলেন।
মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারে খেলেছেন ২২০ ম্যাচ। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি এশিয়া একাদশের হয়ে।
গত শুক্রবার উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই মাশরাফির সেই রেকর্ডেও ভাগ বসান মুশফিক। মাশরাফি-মুশফিক দুজন এখন ২২০টি করে ওয়ানডে ম্যাচ খেলার অংশীদার। তবে দেশের হয়ে সবচেয়ে বেশি ২০০ ওয়ানডে খেলা ব্যাটসম্যানদের তালিকায় আছেন সাকিব-তামিমও। জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম খেলছেন ২০৯তম ওয়ানডে। আর সাকিব খেলছেন ২০৮তম ওয়ানডে। ওয়ানডে ক্যারিয়ারে মাশরাফি ২২০ ম্যাচ খেলে করেছেন ১৭৮৭ রান। উইকেট পেয়েছেন ২৭০টি। আর মুশফিক সমসংখ্যক ম্যাচ খেলে ৬১৯৩ রান করেছেন।

Leave a Reply

Your email address will not be published.