অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের পক্ষ থেকে কসবায় দরিদ্র পরিবারকে নলকুপ উপহার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় এক দরিদ্র পরিবারকে উপহার হিসেবে একটি নলকুপ বসিয়ে দিয়েছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল) নামে একটি সামাজিক ও সেবামূলক সংগঠন। গত রবিবার (২৪ জানুয়ারি) বিকালে এ উপলক্ষে কলেজপাড়ায় হতদরিদ্র সুকুমার দাসের বাড়ির পাশে সংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মো.আশফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও দৈনিক সমকাল প্রতিনিধি মো.সোলেমান খান, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, প্রবীন আওয়ামী লীগ নেতা মো.ছানাউল্লাহ ভূইয়া, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো.বিল্লাল মিয়া,উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাবেক পৌর কাউন্সিলর মো.আবু তাহের ও সংগঠনের প্রয়াত সদস্য মহিউদ্দিন মোহনের পিতা মো.শামছুল হক। উল্লেখ্য বিগত সময়ে এলাকায় এই সংগঠনের পক্ষ থেকে মসজিদের অজুখানা নির্মান, হতদরিদ্র পরিবারদের স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মান, নলকুপ বসানো ও চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন সেবামুলক কাজ করা হয়েছে। প্রধান অতিথি এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন বলেন; দেশের অধিকাংশ যুব সমাজ যখন মাদকের ছোবলে জর্জরিত তখন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের একঝাক তরুন ও যুবক আত্মনিয়োগ করেছে সমাজের ছোট ছোট সেবামুলক কর্মকান্ডে। তিনি তাদের এই কর্মকান্ডকে অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনের সামাজিক সেবামুলক কাজের প্রতি সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published.