ওবায়দুল কাদেরের প্রতি দুঃখ প্রকাশ একরামুল চৌধুরীর

প্রশান্তি ডেক্স ॥ গত মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল চৌধুরী বলেন, ‘আমার কোনো কথায় আমার নেতা ওবায়দুল কাদের কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। জেলাবাসী কোনো দুঃখ পেয়ে থাকলেও আমি দুঃখ প্রকাশ করছি।’ তবে তিনি বলেন, আবদুল কাদের মির্জা যেভাবে একের পর এক জাতীয় নেতাদের নাম উল্লেখ করে গালিগালাজ করছেন, তাদের চরিত্র হনন করছেন তা মেনে নেওয়া যায় না। একরামুল চৌধুরী এমপি আরও বলেন, কাদের মির্জা আমার পরিবার নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করে যাচ্ছেন। সেজন্য আমি এসব বলেছি। তবে ওবায়দুল কাদের আমার নেতা তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এর আগে একরামুল চৌধুরী ফেসবুকে দেওয়া ২৭ সেকেন্ডের এক ভিডিওতে ওবায়দুল কাদেরের পরিবারের বিরুদ্ধে বক্তব্য দেন। অবশ্য পরে তিনি ভিডিওটি প্রত্যাহার করে নেন।


তখন তিনি বলেছিলেন, কারও ভয়ে নয়- নিজের ছেলের অনুরোধে তা প্রত্যাহার করেছি। একরামুল চৌধুরীর এ ভিডিও নিয়ে বেশ সমালোচনা হয়। তার বিরোধী গ্রুপ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিক্ষোভ দেখায়। কবিরহাট ও হাতিয়াসহ কয়েকটি স্থানে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। বসুরহাটে হরতাল-অবরোধের ডাক দেওয়া হলেও ওবায়দুল কাদেরের অনুরোধে তা প্রত্যাহার করা হয়। তবে গত রোববার কোম্পানীগঞ্জ উপজেলায় আবার হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগ। বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেন, একরামুল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করতে হবে। জেলা আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করতে হবে। তা না হলে গোটা নোয়াখালীতে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে এবং ঢাকাভিত্তিক আন্দোলনও গড়ে তোলা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সন্ত্রাস করেছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, নগরীর পাহাড়তলি ইউসেপ কেন্দ্রে বিএনপির আক্রমণে দুইজন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে, আমবাগান কেন্দ্রে একজন আওয়ামীলীগ কর্মী খুন হয়েছে। পাথরঘাটা কেন্দ্রে বিএনপির আক্রমণে ইভিএম মেশিন ভেঙ্গে দিয়েছে। দেওয়ানবাজার কেন্দ্রে বিএনপি সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছে। ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে একজন আওয়ামী লীগ কর্মী এজেন্ট এখনো নিখোঁজ। লালখাঁন বাজার কেন্দ্রে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ছেলেকে আক্রমণ করে রক্তাক্ত করেছে, আরো পাঁচজন আহত হয়েছে। চান্দগাঁও মৌলভী পুকুর পাড় কেন্দ্রে বিএনপির আক্রমণে যুবলীগ কর্মীসহ পাঁচজন আহত হয়েছে, অভিজিৎ নামের এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। কাজেম আলী স্কুল কেন্দ্রে যুবলীগ কর্মী সোলাইমান আহত হয়েছে বিএনপির আক্রমণে।
বিএনপি প্রার্থী ডা. শাহাদাত বলেছেন ওনারা আওয়ামী লীগের সাথে নির্বাচন করেননি, নির্বাচন করেছেন পুলিশের সাথে সাংবাদিকরা এবিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কেউ সন্ত্রাসী কর্মকান্ড চালালে, বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেখানে পুলিশ দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, লালখাঁন বাজার আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ আওয়ামী লীগের অনেককে গ্রেফতার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। যেখানে বিএনপি হাঙ্গামা করেছে সেখানেও ব্যবস্থা নিয়েছে, যেখানে আওয়ামী লীগ করেছে সেখানেও ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুলিশের দায়িত্বইতো আইন শৃঙ্খলা রক্ষা করা, শান্তি স্থাপন করা।
নির্বাচনের নামে তামাশা হয়েছে রিজভী আহমেদের এমন বক্তব্যের ব্যাপারে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, তিনি একথা বলেছেন দুপুরবেলা, তখন নির্বাচন শেষ হয়নি, আসলে তারা যে হেরে যাচ্ছিলেন, তাদের নেতাকর্মীদৈর নির্বাচনের মাঠে খুঁজে পাওয়া যাচ্ছেনা সেটিকে ডাকা দেয়ার জন্য দুপুরবেলা এটা বলেছেন তিনি, আগামীকালও বহু কথা বলবেন। হেরে গেলে অজুহাত দাঁড় করানোর চেষ্ঠা রিজভী আহমেদ সবসময় করেন। আমি বিএনপিকে অনুরোধ জানাবো অজুহাত দাঁড় করানোর অপচেষ্ঠা না চালিয়ে তাদের দূর্বলতাটুকু কোথায় সেটি খুঁজেজ বের করার জন্য।

Leave a Reply

Your email address will not be published.