স্টাফ রিপোর্টার ॥ করোনা মোকাবেলা করে অবশেষে এইচ এস সি ও সমমানের ফলাফল প্রকাশ করা হচ্ছে আজ। করোনার কারণে পরিক্ষা না নিতে পারায় এস এস সি ও জে এস সি ফলের উপর বৃত্তি করে ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে এর জন্য বোর্ডের আইন নতুন করে পাস করে নিতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যেমে যুক্ত হয়ে একযোগে ফল প্রকাশ করবেন। তবে করোনার মধ্যে স্কুল ছুটি থাকায় কোন শিক্ষার্থীকে কলেজে যেতে নিষেধ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফল অনলাইনে প্রকাশিত ও প্রচারিত থাকবে। অনলাইনের মাধ্যেমে সকল শিক্ষার্থী ফলাফল জানতে পারবে।
সরকার নতুন করে আবারো ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করেছে।