ইসরাত জাহান লাকী॥ স্বাধীনতার মাস মার্চ। আমাদের কাছে এই রক্তঝরা মার্চ মাসের রয়েছে এক অন্যরকম আবেদন। এটি অগ্নিঝরা ইতিহাসের মাস, বিষাদ ও বেদনার মাস। এই মাসের ২৫ তারিখ থেকে লেখা শুরু হয়েছিল এক অমর মহাকাব্য; যার নাম বাংলাদেশ। বাঙালীর জীবনে ভাষা আন্দোলনের স্মারক মাস ফেব্রুয়ারির পর মার্চের গুরুত্ব অপরিসীম। আমাদের স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াই শুরু হয় এই মার্চেই। একাত্তরের গোটা মার্চ মাসই ছিল অত্যন্ত ঘটনাবহুল। ’৬৯-এর গণঅভ্যুত্থানের পর এ দেশ যে স্বাধীনতা আন্দোলনের পথে এগোচ্ছিল তা স্পষ্ট হয়ে যায় এই মার্চেই। ১৯৭১-এর ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণেই বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধুর সেই সংগ্রাম আজো অব্যাহত রয়েছে আমাদের নিত্যদিনের জীবনে। সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজ আমরা মধ্যম আয়ের দ্বাড়প্রান্তে। আমাদের সোনালী স্বপ্ন এখন হাতছানি দিচ্ছে ২০৪১এ উন্নত ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার গল্পে। বঙ্গবন্ধু তোমার চেতনায়, প্রেরণায় এবং উৎসাহে এমনকি উদার ভালাবাসায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তোমারই ঔরষজাত সন্তান কন্যা-জায়া-জননী রুপী মহীয়সী নারী আন্তর্জাতিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তুমি ছিলে, আছো এবং থাকবে আমাদের হৃদয় জুড়ে।