লাখ টাকার বাগাড়

প্রশান্তি ডেক্স ॥ বগুড়ায় বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ নিয়ে ৪০০ বছরের ঐতিহ্যকে ধারণ করে পোড়াদহ মেলা গতকাল শেষ হয়েছে। এদিন ৭৬ কেজি ওজনের বাঘাড় মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৫ হাজার টাকায়। সিরাজগঞ্জ থেকে আসা সাকাত হোসেনের ৭৬ কেজির বাঘাড় মাছটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। সাকাত ১ লাখ ৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন বলে জানান। মেলায় নজর কেড়েছে ৬০ কেজি ওজনের যমুনা নদীর বিশাল বাঘাইড়। মাছ ব্যবসায়ী শুকুর আলী মাছটির দাম হাঁকেন ৯০ হাজার টাকা। এ ছাড়া হরেক রকমের মাছের মধ্যে এ মেলায় এবার স্থান পায় তিন কেজির মিষ্টি মাছ। মিষ্টি বিক্রেতা জানান, তিনি মাছ আকৃতির ৩ কেজি মিষ্টি তৈরি করেন। এ ছাড়া তিনি আধা কেজি থেকে শুরু করে বিভিন্ন আকারের মাছ আকৃতির মিষ্টি বিক্রি করেছেন।
মেলায় যা প্রচার পেয়েছে ‘মিষ্টি মাছ’ হিসেবে। ৩০০ টাকা কেজিতে এ মাছ বিক্রি করা হয়েছে। দিনব্যাপী এ মেলায় ৬টি উপজেলার অধিকাংশ মানুষের একটি উৎসবের দিন হিসেবে কেটেছে। পোড়াদহ মেলা শেষ হওয়ার পর আজ থেকে এখানে শুরু হচ্ছে বউমেলা। মেলার আয়োজক কমিটির সদস্য গাবতলীর মহিষাবান ইউপি সদস্য সুলতান মাহমুদ জানান, ২০ একর জায়গার ওপর ৩ শতাধিক মাছের দোকান, দেড় শতাধিক মিষ্টির দোকানসহ ছোট বড় মিলে ১ হাজার দোকান এখানে বসে। মেলা উপলক্ষে বগুড়া শহরের চাষীবাজার, গাবতলীর অদ্দিরগোলা, ৫ মাইলসহ বিভিন্ন স্থানে মাছের দোকান বসে। মেলায় পুরুষদের প্রচন্ড ভিড় থাকে বলে এলাকার গৃহবধূরা মেলা ঠিকভাবে দেখতে পারেন না। এ কারণেই পোড়াদহ মেলার পরের দিন গত বৃহস্পতিবার এলাকার গৃহবধূ ও বিভিন্ন বয়সের নারীদের জন্য আয়োজন করা হয় বউমেলার। এই মেলায় শুধু নারীরাই কেনাকাটা করবেন।

Leave a Reply

Your email address will not be published.