প্রতিবেশীর হৃৎপিন্ড আলু দিয়ে রান্না করে পরিবারের লোককে খাওয়ান তিনি, অতঃপর…

আন্তজার্তিক ডেক্স ॥ আমেরিকার ওকলাহোমার এক ব্যক্তি খুন করেছিল এক নারীকে। তারপর তার হৃৎপিন্ড কেটে আলুর সঙ্গে রান্না করে পরিবারের দুজনকে খাইয়েছিল। খাওয়ানোর পর তার চাচা ও ৪ বছর বয়সী এক মেয়েকে খুন করে ওই ব্যক্তি। পরে খুনে অভিযুক্ত ওই ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম লরেন্স পল অ্যান্ডারসন। তদন্তকারীরা গ্রাডি কাউন্টি আদালতে গত মঙ্গলবার জানিয়েছেন, প্রতিবেশী এক নারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে লরেন্স। তারপর তার দেহ থেকে হৃৎপিন্ড বের করে নিয়ে আসে নিজের কাকার বাড়ি। সেখানে আলু দিয়ে ওই হৃৎপিন্ড রান্না করেছিল লরেন্স।
পরে কাকা, তার স্ত্রীকে তা খেতে দেয়। এরপর কাকা এবং কাকার ৪ বছরের নাতনিকে খুন করে সে। কাকিমাও তার মারে গুরুতর আহত হন। ৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। তদন্তকারীরা আদালতে আরও জানান, ‘পরিবার থেকে দৈত্য তাড়াতে’ এই কাজ করেছিল বলে লরেন্স জানিয়েছে তাদের। গত মঙ্গলবার আদালতে নিজের দোষও স্বীকার করেছে অভিযুক্ত। জানা গেছে, অপরাধের সঙ্গে লরেন্সের যোগাযোগ দীর্ঘদিন। বিভিন্ন কারণে একাধিকবার জেলে গেছেন তিনি। ২০১৭ সালেই মাদক সংক্রান্ত অপরাধে ধরা পড়েছিলেন, তখন থেকে জেলেই ছিলেন। জেল থেকে বেরিয়ে এই ৩ জনকে খুন করেছেন তিনি। খবর ডেইলি মেইলের।

Leave a Reply

Your email address will not be published.