আন্তজার্তিক ডেক্স ॥ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো গ্রিসে। গত বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টা নাগাদ রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরই কয়েকটি ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে তা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া, কসোভা ও মন্টেনিগ্রোতেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের এপিসেন্টার ছিল এলাসোনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে। তীব্র ভূমিকম্পের আঘাতের পর একাধিক শক্তিশালী আফটার শক অনুভূত হয়। ইআরটি স্টেস টেলিভিশনকে মধ্য গ্রিসে লারিসার এক বাসিন্দা জানান, তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প এটি। সূত্র : ডয়চে ভেলে, আলজাজিরা ও জাকার্তা পোস্ট।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post