কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ॥ আহত ১০

ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য নিয়ে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আতর্কিত হামলায় ফায়েজ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছে। গতকাল শনিবার (১৩ মার্চ) সকালে উপজেলা মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০ জন। গুরুতর আহত একই গ্রামের লতিফ ভ’ইয়ার ছেলে ফায়েজ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। নিহত ফায়েজ মিয়া উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামের লাবু মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার ময়না জন্য তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
গ্রামবাসী ও পুলিশ জানায়; দীর্ঘদিন ধরে নিমবাড়ী গ্রামের জমসিদ সর্দার ও সুদন সর্দাদের নেতৃত্বে কাবিলা গোষ্ঠি ও পান্ডুর গোষ্ঠির মাঝে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধে ২০১৭ সালে সংঘর্ষে জমসিদ সর্দারের লোকজনের হাতে মারা যায় রহিজ উদ্দিন নামে ফায়েজ মিয়ার ছোট ভাই। ছোট ভাইয়ের হত্যা মামলা স্বাক্ষী ছিলেন ফায়েজ মিয়া। আগামী ৯ এপ্রিল এই মামলায় প্রধান স্বাক্ষী হিসেবে স্বাক্ষী দেয়ার কথা ছিলো। প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন যাবত মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে আসছিলো। মামলা তুলে না নেয়ায় প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে নিহতের পরিবারের অভিযোগ।
নিহতের পরিবারের লোকজন জানায়, ফায়েজ মিয়া শনিবার সকালে দুধ নিয়ে গ্রামের বাজারে যাওয়ার পথে তাকে আতর্কিত হামলা করে পেছন দিক থেকে টেটাবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মাঝে কিছুক্ষন ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; পুর্বের একটি হত্যাকান্ডের জের ধরেই ফায়েজ মিয়া ফায়েজ মিয়া হত্যা কান্ডের শিকার হয়েছেন বলে ধারনা করা হচেছ। পরবর্তি অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.