নানা কর্মসূচীর মধ্য দিয়ে কসবায় জাতীয় গণহত্যা দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো: চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট প্রতিকী ব্ল্যাক আউট। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন: উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক এম.জি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খাঁন, অফিসার ইনচার্জ কসবা থানা মুহাম্মদ আলমগীর ভূইয়া, উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো: আইয়ূব আলী ভূইয়া, কসবা প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা মো: সোলেমান খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো: আব্দুল হান্নান, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: সফিকুল ইসলাম রঙ্গু ও বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা ও মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক ভূইয়া। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.