প্রশান্তি স্পোর্স্ট ডেক্স ॥ ওয়েলিংটনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৬৪ রানে হেরে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। ম্যাচেও যথারীতি ফিল্ডিং মিস, ক্যাচ ছাড়া, বাজে ব্যাটিং সবকিছুই মজুদ ছিল। যে কারণে ৩১৮ রান তাড়ায় ১৫৪ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এই নিয়ে নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশ টানা ২৯ বারের মতো হারল! ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, তিনি পরাজের কোনো অজুহাত দিতে চান না।
তিন ম্যাচের সিরিজে ব্যর্থ দেশের সেরা ওপেনার বলেন, ‘আমরা বোলিংয়ে শুরুটা ভালো করেছিলাম। ৫৭ রানে ওরা ৩ উইকেট হারিয়েছিল। ওদের দুই জন খুব ভালো ব্যাটিং করেছে। কখনও কখনও ছোট ব্যাপারগুলো বড় ব্যবধান গড়ে দেয়। আমরা ক্যাচ হাতছাড়া করেছি, সুযোগ নষ্ট করেছি। নিউ জিল্যান্ডকেও কৃতিত্ব দিতে হবে ওরা সিরিজ জুড়ে অসাধারণ খেলেছে।’
এরপর নিজেদের ব্যাটিংয়ের দায়ও দিয়েছেন তামিম, ‘এখানে তিনশ রানের লক্ষ্য তাড়া করার মতো। কিন্তু যেভাবে আমরা ব্যাট করেছি সেভাবে সম্ভব নয়। আমরা অনেক বেশি বাজে শট খেলেছি। নিউ জিল্যান্ডে আসার সময়ই আমরা জানি, বল সুইং করবে, বাড়তি বাউন্স করবে। এখানে ধৈর্য ধরতে হবে। কিন্তু ১০ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেললে সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যায়। অজুহাত দেখানোর মতো মানুষ আমি নই। আমরা স্রেফ ভালো ক্রিকেট খেলতে পারিনি।’