কক্সবাজার সমুদ্র সৈকতসহ সব পর্যটন স্পট-বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা

প্রশান্তি ডেক্স ॥ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতসহ সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ১ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পযন্ত এই ঘোষণা কার্যকর থাকবে। রাতের মধ্যে এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। সৈয়দ মুরাদ ইসলাম জানান, করোনার সংক্রমণ রোধে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমুদ্র সৈকতসহ জেলার সকল পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির পর সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।
তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হোটেল মোটেল গেস্ট হাউজ, রেস্টুরেন্ট ও বিপণী কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউতে সারাদেশের মতো পর্যটন শহর কক্সবাজারেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কক্সবাজার জেলা পর্যটন এলাকা হওয়ায় দেশের অন্যান্য জেলার চেয়ে ঝুঁকিতে রয়েছে কক্সবাজার।

Leave a Reply

Your email address will not be published.