৯৩ বছরের পুরনো ঝাড় বাতিকে বিয়ে করতে চান এই নারী

আন্তজার্তিক ডেক্স ॥ কাজাখস্তানের এক ব্যক্তি নিজের ২ বছরের শয্যাসঙ্গী পুতুলকে বিয়ে করে মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন। তবে এবারের ঘটনা আলাদা, এবার নিজের বাড়ির ঝাড়বাতিকেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে বসলেন এক নারী। এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। আমান্ডা লিবার্টি নামের ওই নারী জনপ্রিয় এক ব্রিটিশ টেলিভিশন শো-তে গিয়ে নিজের মনের এই ইচ্ছার কতা জানিয়েছেন।
তিনি বলেছেন, তার কাছে যে ঝাড়বাতিটি আছে সেটির বয়স ৯৩ বছর। জার্মানিতে তৈরি সেই ঝাড়বাতিটিকেই অদূর ভবিষ্যতে বিয়ে করার কথা ভাবছেন তিনি। জড় পদার্থের প্রতি তার ভাললাগার অনুভূতির কথাও জানান আমান্ডা। আমান্ডা লিবার্টি লুমিনিয়ারের এই জড়বস্তুর প্রেমে পড়ার কারণ জানেন না জানিয়ে আরও বলেন, আমি নিজেই জানি না। তাই এটা লোককে বোঝানো কঠিন। আমি বোঝাতে পারবো না। সূত্র : দ্য ওয়াল।

Leave a Reply

Your email address will not be published.