ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহের নান্দাইলে পানির হাউজের দেয়াল ধসে শ্বশুর-পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই পরিবারের আরও দুই শিশু। গত শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- আব্দুর রহমান (৭০) ও তার ছেলে মামুনের স্ত্রী সাওদা আক্তার (২০)। এ ছাড়াও রাব্বী (১২) ও রুহান (৮) নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, সপ্তাহ খানেক বাড়ির উঠানের একপাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উঁচু মাটি ভরাট করে ইট ও সিমেন্ট দিয়ে পানির হাউজ তৈরি করা হয়। গত শুক্রবার ওই পরিবারের সদস্যরা হাউজের পাশে বাসে কাজ করছিলো। একপর্যায়ে অতিরিক্ত পানির চাপে হাউজের চারপাশের দেয়ার ধসে পড়ে। এতে পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।