আন্তজার্তিক ডেক্স ॥ ভারতের পশ্চিমবঙ্গে মোট আট দফায় নির্বাচন গত বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে। আর এরপর থেকেই একে একে প্রকাশিত হচ্ছে বুথফেরত সমীক্ষার ফল। এতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে। ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিডিভির সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন। এনটিডিভির সমীক্ষা অনুসারে, রাজ্যে ফের সরকার গড়তে চলেছে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে, তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ১৫টি আসন। পি মার্কসের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন।
পি মার্কসের বুথফেরত সমীক্ষায় পাওয়া বিধানসভার ফলের যে ইঙ্গিত পাওয়া গেছে, তাতে দেখা গেছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। জোটে পেতে পারে ১০ থেকে ২০ আসন। সিএনএন নিউজ ১৮-এর সমীক্ষা বলছে, ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। জোট পেতে পারে ১৫ আসন। এদিকে, আবার জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা বলছে অন্য কথা। জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩-৯টি আসন। এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় বলা হচ্ছে, তৃণমূল পেতে পারে ১৫৭-১৮৫ আসন। রাজ্যে ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন।