২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে অস্ট্রেলিয়ায়

স্পোর্স্ট ডেক্স ॥ করোনাভাইরাসের দাপটে মাঝ পথেই স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। যদিও অবশিষ্ট ৩০টি ম্যাচ চলতি বছরের শেষের দিকে আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএল স্থগিতের ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএলের বাকি অংশ ভারতে হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত। মূলত বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করেই এবারের আসরের বাকি অংশ আয়োজন হতে পারে ভারতের বাইরে। এমনটা হলে বদলে যাবে বিশ্বকাপের ভেন্যুও।
আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য তিনটি ভিন্ন বিকল্প ভেবে রেখেছে আয়োজকরা। এর মধ্যে আরব আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের প্রস্তাবও রয়েছে। এখানেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। আগামী সেপ্টেম্বরে ভারতের ইংল্যান্ড সফরের কথা রয়েছে। সেই সফর শেষে আরব আমিরাতে ৭ দিনের কোয়ারেন্টাইন করে বিশ্বকাপের আগেই আইপিএল শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। আরেকটি প্রস্তাব দেয়া হয়েছে আইপিএল যুক্তরাজ্যে আয়োজনের জন্য। যদি বিশ্বকাপ নিশ্চিতভাবেই আরব আমিরাতে অনুষ্ঠিত হয় তবে ইংল্যান্ডের গ্রীষ্মে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে। এর আগে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সম্পন্ন করবে বিরাট কোহলির দল।
তৃতীয় বিকল্প হিসেবে বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এমনটা হলে বিসিসিআই ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে হবে। এমনটা হলে ভারত আয়োজন করবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এর অনেকটাই নির্ভর করছে অস্ট্রেলিয়ার মতামতের ওপর। এমনটা হলে নির্বিঘ্নেই আরব আমিরাতে মাঠে গড়াতে পারে আইপিএল।

Leave a Reply

Your email address will not be published.