রপ্তানি খাতে নতুন কৃষিপণ্য হবে চাঁপাইনবাবগঞ্জের আম; কৃষিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশের রপ্তানি খাতে আরেকটি নতুন কৃষিপণ্য যোগ হবে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম। আর এটিকে পুরোপুরি রপ্তানিযোগ্য করতে কাজ করছে বর্তমান সরকার। আম শুধু চাঁপাইনবাবগঞ্জের পণ্য নয় এটি এখন সারা বাংলাদেশে চাষ হচ্ছে। গত বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রে বারি আম-৪ ও বারি আম ১১ এর উৎপাদনশীলতা প্রদর্শন শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত গ্রামঞ্জলে ঘুরে বেড়াতেন কৃষকের মুখে হাসি ফুটাতে। তিনি দেশে সবুজ বিপ্লব ঘোষণা করেছিলেন। কৃষকের অকৃত্রিম বন্ধু ছিলেন বঙ্গবন্ধু। তিনি একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি তার সময়ে আটশ কোটি বাজেটের মধ্যে একশ কোটি টাকা তিনি কৃষিতে বাজেট দিয়েছিলেন। তারই দেখানো পথে বর্তমান প্রধানমন্ত্রী দেশে এখন কৃষকের সুবিধার জন্য তিনি কৃষককে বিভিন্ন ধরনের প্রণোদনা, কমমূল্যে সার বিতরণসহ অন্যান্য জিনিস সরবরাহ করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রে বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে বারি আম-৪ ও বারি আম ১১ এর উৎপাদনশীলতা প্রদর্শন শীর্ষক অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরতি নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জণ দাশ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের মহাপরিচালক আসাদুল্লাহ, বাংলাদেশ ধান গবেষনা (ব্রি) ইন্সটিউটের মহাপরিচালক ড. শাজাহান কবীর, বারির মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘আমসহ অন্যান্য ফল রপ্তানির জন্য বিদেশ থেকে ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ মেশিন আনার প্রক্রিয়া চলছে। যার মাধ্যমে পোকা-মাকড় দমনসহ বাংলাদেশের আম বিদেশে রপ্তানি শুরু হবে এবং সেটি বর্তমান সরকারের আমলেই হবে।‘ আলোচনা শেষে কৃষিমন্ত্রী বারি আম-৪ ও বারি-১১ আমের চারা বিতরণ ও চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রে একটি আমের চারা রোপণ করেন। এর আগে সকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ব্রি ৮১ ধান কর্তন ও কৃষক সমাবেশে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published.