আন্তজার্তিক ডেক্স ॥ বিশ্বজুড়ে করোনার তান্ডব। এই মহামারী থেকে সুরক্ষায় দেশে দেশে নানা বিধি-নিষেধের মধ্য দিয়ে যেতে হচ্ছে মানুষের। এরই অংশ হিসেবে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব নিষিদ্ধ ঘোষণা করেছে মিশর। গত বুধবার মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। খবর আরব নিউজের।
বলা হয়েছে, মিশরে করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এই অবস্থায় দেশটিতে সব ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ করা হয়েছে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব। গত বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দু’সপ্তাহ সেখানে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া আগামী ১২ মে থেকে ১৬ মে পযন্ত দেশটিতে ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ওই পাঁচদিন সকল উদ্যান, পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহনও। শুধু নির্দিষ্ট কিছু মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বাচ্চাদের সঙ্গে আনা যাবে না।