মাংস কাটতে গিয়ে নিজের অস্ত্রে কসাই নিহত

গাজীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের কাশিমপুরে গরুর মাংস কাটার সময় নিজের ছুরিতে জখম হয়ে আছিম উদ্দিন (৪৫) নামের এক কসাই মারা গেছেন। নিহত আছিম উদ্দিন পঞ্চগড়ের নবীগঞ্জ উপজেলার সলিমনগর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি মহানগরীর এনায়েতপুর স্কুলের পাশে মো. মোস্তফা কামালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। কাশিমপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, অছিম নিজে অটোরিকশা চালাতেন। এ ছাড়া তিনি মৌসুমি কসাইয়ের কাজ করতেন, বিশেষ দিনগুলোতে গরু কিনে মাংস বিক্রি করতেন।
ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে গরু জবাই করে প্লাস্টিকের টুলের ওপর বসে মাংস কাটছিলেন আছিম উদ্দিন। এ সময় প্লাস্টিকের টুলটি ফসকে নিচ থেকে সরে গেলে তিনি পড়ে যান। এ সময় তার ডান হাতে থাকা ছুরিটি বুকের ডান পাশে বিদ্ধ হয়ে গুরুতর জখম হন। পরে দ্রুত স্থানীয় পপুলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই অছিম মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.