সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ॥ সৈয়দপুরে এ বছর কাঁঠালের ভালো ফলন হয়েছে। গাছে গাছে শোভা পাচ্ছে কাঁচা-পাকা কাঁঠাল। ইতোমধ্যে আগাম জাতের কাঁঠাল পাকতে শুরু করেছে। উপজেলার হাটবাজারগুলোতেও
উঠতে শুরু করেছে রসালো পাকা কাঁঠাল।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বিভিন্ন বাড়ির আঙিনায়, রাস্তার দুই ধারে, স্কুল-কলেজের চত্বরে প্রচুর কাঁঠাল ধরেছে। কোনো কোনো গাছে ১০০-২০০টি পযন্ত ফল ধরেছে। তবে ফলন বেশি হওয়ায় দাম না পাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনা বেগম বলেন, কাঁঠাল কাঁচা ও পাকা দুই অবস্থাতেই সমান জনপ্রিয়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় কাঁঠালের ভালো ফলন হয়েছে।