ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সতর্কতা

প্রশান্তি ডেক্স ॥ ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে। হাইকমিশন বলেছে, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী নিজেদেরকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ‘অনুমোদিত এজেন্ট’ হিসেবে দাবি করছে বলে হাইকমিশনের নজরে এসেছে এবং অনলাইন ভিসা জমা দেওয়ার উদ্দেশ্যে আবেদনকারীদেরকে তাদের সেবা দিচ্ছে।
গত বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি স্পষ্ট করে বলা যাচ্ছে যে, ঢাকায় পাকিস্তান হাইকমিশন কখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আবেদনকারীদের পক্ষে ভিসার জন্য আবেদন করার অনুমতি দেয়নি। সে কারণে ভিসা আবেদনকারীদের এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।
এতে বলা হয়, পাকিস্তান সরকারের একটি অফিশিয়াল ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে (িি.িারংধ.হধফৎধ.মড়া.ঢ়শ) যার মাধ্যমে ব্যবহারকারীগণ অনলাইনে পাকিস্তানি ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইন ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে সহায়তা করার জন্য পোর্টালটি প্রয়োজনীয় নির্দেশিকাও সরবরাহ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা আবেদনকারীদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে এবং এই জাতীয় ব্যক্তিবর্গ বা চক্র সম্পর্কে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ঢ়ধযরপফযধশধ১@মসধরষ.পড়স এবং পড়ঁহংবষষড়ৎপড়হঢ়যপ@মসধরষ.পড়স- এই ইমেইল ঠিকানায় অবহিত করতে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published.