ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার টিসিবির ডিলার ফরিদ উদ্দিন (৬৮) আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় আহত হলে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে এম্বুলেন্সযোগে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। জানা যায় সকালে টিসিবির মাল আনার জন্য কুমিল্ল যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার শান্তিপুর মোড়ে তার সিএনজি চালিত ট্যাক্সির সামনের চাকা ব্রাস্ট হয়ে খাদে পড়ে গেলে ফরিদ উদ্দিন গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এম্বুলেন্সযোগে পাঠানো হলে পথে তার মৃত্যু ঘটে। কসবা উপজেলার খাড়েরা গ্রামে তার বাড়ি। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা রেখে যান। আজ বাদ মাগরিব খাড়েরা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তার পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।