কসবায় করোনা সচেতনতায় উপজেলা প্রশাসন পক্ষ থেকে মাস্ক বিতরন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মহামারী করোনা সংক্রমন প্রতিরোধে সাধারন মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের সচেতনতার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে সংক্রমন আইন লংগনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত, মাস্ক বিতরন, জনগনের মাঝে লিফলেট সরবরাহ ও মাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচার শুরু হয়েছে।
এই কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলা পৌর শহরসহ বিভিন্ন মার্কেটে মাস্ক বিতরন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান। সহকারী কমিশনার হাছিবা খান বলেন; সীমান্তবর্তী উপজেলাকে আমরা ঝুকিপুর্ন হিসেবে বিবেচনা করে এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট দেশের বিভিন্ন জায়গায় শনাক্ত হওয়ায় এই সীমান্তবর্তী উপজেলা নিয়ে স্থানীয় প্রশাসন উদ্বিগ্ন। প্রতিদিনই উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে সকল মহলকে সচেতন হওয়ার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.