সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বয় করছেন সচিবরা…তথ্যমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। দায়িত্বাধীন জেলায় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই কাজ করছেন তারা। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে চট্টগ্রাম জেলা সমন্বয় সভার বৈঠকে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির মতো জোড়াতালি দিয়ে দেশ চালায় না আওয়ামী লীগ। টিকা কেনার জন্য কোনো প্রকল্পের বরাদ্দ কমানোর প্রয়োজন নেই। পরে মন্ত্রী ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। চলচ্চিত্র শিল্পীকল্যাণ ট্রাস্ট আইন ২০২১–এর আওতায় টেলিভিশন শিল্পীদের অন্তর্ভুক্ত করায় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান নাট্যশিল্পী ও পরিচালকেরা।

Leave a Reply

Your email address will not be published.