লকডাউন দেখতে বোরকা পরে রাজধানীতে প্রবেশের চেষ্টা যুবকের!

প্রশান্তি ডেক্স ॥ করোনারভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কড়া পাহারায় আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে লকডাউন দেখতে বোরকা পরে রাস্তায় বের হওয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, সাভারের হেমায়েতপুর থেকে হেঁটেই রাজধানীতে এসেছেন তিনি, যাবেন যাত্রাবাড়ী। তবে যাত্রাবাড়ী কার কাছে যাবেন, পরিচিত নাকি আত্মীয় সে বিষয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি।
এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, আমরা যখন চেকপোস্টে ডিউটি করছিলাম বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোনো মেয়ে নয়, সে আসলে ছেলে। এ বিষয়টি নিয়ে আমরা থানা পুলিশের সাথে কথা বলছি। গাবতলী চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আসাদুর রহমান বলেন, বোরকা পরা ছেলেটিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে কোথায় যাচ্ছিল বা তার গন্তব্য কি ছিল এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published.