কসবায় ইমামদের সংগে আইনমন্ত্রীর মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি মানার আহ্বান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় কোভিড-১৯ মোকাবেলায় গত বুধবার সকালে কসবা টি.আলী কলেজ মাঠে স্বাস্থ্যবিধি অনুসরন করে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভা করেছেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তিনি ইমামদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে মুসল্লীদের সচেতন করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সহকারী কমিশনার ভূমি হাছিবা খান, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানী। মতবিনিময় সভায় ইমামদের মধ্যে বক্তব্য রাখেন, কসবা কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হান্নান, চারগাছ কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উল্লাহ ও চকচন্দ্রপুর কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা কাওসার আহাম্মদ।এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আইনমন্ত্রী বলেন, কসবা উপজেলায় মহামারী করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। এতে সাধারন মানুষ ও মসজিদে আসা মুসল্লীরাও আক্রান্ত হচ্ছেন। এ জন্য আমরা সবাই উদ্বিগ্ন। তিনি সকল মুসল্লী ও পাড়া মহল্লায় বসবাসরত সাধারন নাগরিকদের সচেতন করার জন্য মসজিদের ইমাম সাহেবদের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন। বক্তব্যে ইমামগন আইমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট তাদেরকে সরকারী প্রণোদনা ও বেতন ভাতা দেয়ার দাবী জানান। এসময় আইমন্ত্রী তাদের এই দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তুলে ধরার আশ্বাস দেন। উল্লেখ্য, কসবা উপজেলার ৫৫৮টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.