ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় গত এক সপ্তাহে পৌর এলাকা ও উপজেলায় এক চিকিৎসকসহ ২শ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে পাতাইসার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আবদুল হান্নানের মৃত্যু হয়েছে। এদিকে করোনায় পরীক্ষা কার্যক্রম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানসহ ২শ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছে পৌরসভায় ৮৩জন, মূলগ্রাম ইউনিয়নে ১৭জন, মেহারী ইউনিয়নে ১১ জন, বাদৈর ইউনিয়নে ১২ জন,খাড়েরা ইউনিয়নে ১৫জন, বিনাউটি ইউনিয়নে ১৪জন, গোপিনাথপুর ইউনিয়নে ১১ জন, কসবা পশ্চিম ইউনিয়নে ৬জন, কায়েমপুর ইউনিয়নে ৬জন, কুটি ইউনিয়নে ১৪ জন ও বায়েক ইউনিয়নে ৭ জন। এদের মধ্যে কয়েকজন উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে পাতাইসার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মী আবদুল হান্নান করোনা আক্রান্ত হয়ে গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। অপরদিকে আরো ৩ জন স্বাস্থকর্মী আক্রান্ত হয়েছেন। ফলে চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল বলেন, করোনা পরীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে এক চিকিৎসক সহ ২শ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।