ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মহামারী করোনা আক্রান্ত হয়ে দ’ুজনের মৃত্যু হয়েছে। গত শনিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া রোগীরা হলো উপজেলার মনকাশাইর গ্রামের ফজলুল হকের ছেলে এমদাদুল হক (৪০) সৈয়দবাদ গ্রামের হাফেজ আবুল হোসেন মোল্লার ছেলে হাফেজ কেফায়েত উল্লাহ (২৭)। তাদের মধ্যে এমদাদুল হক ঢাকায় এবং কেফায়েত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মারা যান। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত শনিবার রাতেই দুজনকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। করোনা রোগীর মৃত্যু এবং সংক্রমিত রোগী রয়েছে উপজেলার এমন ৩১টি গ্রামকে বিশেষ লকডাউনের আওতায় রাখা হয়েছে। এসকল গ্রামে লোকজন আসা-যাওয়া করতে পারবেনা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল বলেন; এ পর্যন্ত ৫শত ৮৬ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ রোগী ভাল হয়েছেন। সাধারন মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পারলে সংক্রমনের পরিমান কমতে পারে।