ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি ॥ কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামক এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ইভা (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গত বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। ইভা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে। দুর্ঘটনায় ইভার বাবা-মা সহ আরো ৭ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, মাইক্রোবাসের যাত্রীরা সবাই চট্রগ্রামে গার্মেন্টন্স কর্মী হিসেবে কাজ করেন। মাইক্রোবাসটি নেত্রকোনা থেকে চট্রগ্রাম অভিমুখে যাচ্ছিল। ঈদের ছুটিতে তারা বাড়িতে এসে ঈদ শেষে আটকে পড়ে লকডাউনের কারনে। বুধবার রাতে রওয়ানা দেন চট্রগ্রামের উদ্দেশ্যে তারা । কসবার খাড়েরা এলাকায় পৌছলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায়। পুলিশ ও স্থানীয় লোকজন সকলকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর শিশু ইভাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
কসবা থানা অফিসার ইনচার্জ আলমগীর ভ’ইয়া বলেন, ‘ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।