পাপ স্বিকারে অনিহা বা লুকোচুরি

লোকে বলুক আর নাই বলুক বা দেখুক আর নাই দেখুক আমি যে পাপি এই কথা আমি কিন্তু ভালভাবেই জানি। তাই আমি আমার পাপ স্বীকার করি এবং ক্ষমা চাই আল্লাহ এবং যার বিরুদ্ধে করেছি তার কাছে। ক্ষমা করা আল্লাহর বিধান এবং ধর্ম। সকল ধর্মেই পাপ স্বীকারে ক্ষমা আছে এবং আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ আদেশ বা নির্দেশ দিয়েছেন। এই নিশ্চয়তাটুকু পাওয়ার পরও আমরা ক্ষমা চাই না বা পাপ স্বীকার করি না। কি অদ্ভুদ শঙ্কা বা লজ্জ্বা বা চালাকি অথবা শয়তানের কুমন্ত্রনা এই স্বভাবে বাসা বেধেছে। কথায় আছে দেখা অদেখা, জানা-অজানা সকল পাপের জন্য ক্ষমা চাওয়া বাধ্যতামূলক, তৌবা করে ক্ষমা চাওয়ারও বিধান রয়েছে। তাই তৌবাতো দুরের কথা ; সেই কাকের মত চালাকি করা আমাদের স্বভাবে দানা বেধে আছে। আমরা নিজেদেরকে নির্দোষ প্রমানের জন্য কত মিথ্যাই না বলে থাকি যা আরেকটি পাপের পসরা সাজিয়ে পর্যবসিত হয়েছে; এই কথাকি আমাদের জানা আছে? যদি থাকে তাহলে কেন একটি পাপকে ডাকতে আরেকটি পাপ করে থাকি? এই জীবনটা কি শুধু পাপের পসরা সাজানোর জন্য নাকি খোদার মহা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য?। তবে অনেকেই আবার খোদার সঙ্গে বসবাস করে এবং খোদার নাম নিয়েই পাপ করে থাকি। তাই এখন এই কঠিন ও কঠোর সময়ে সেই পাপকে বা মিথ্যাকে অথবা ছলনাকে এমনকি মিথ্যা নাটককে বিসর্জন দিতে পারি না? কিসের এত আত্মঅহমিকা; কিসের এত ভয় বা লজ্জ্বা। লোক লজ্জ্বা, সামাজিক লজ্জ্বা, পারিবারিক লজ্জ্বা, কর্মক্ষেত্রের লজ্জা, চাকুরির ভয়, অবস্থানের ভয় নাকি সবই শয়তানের পাতানো ফঁ^াদের দেখানো প্রকাশিত ফল। এই সবই এখন ভেবে দেখার বিষয়। চারিদিকে মানুষ অসহায় এবং নিরুপায় হয়ে পালিয়ে বেড়াচ্ছে? টাকা, পয়সা, সামজিক মর্যাদা, ক্ষমতা, চাকুরী এবং শয়তানের ফাদে পড়ে প্রকাশিত ও অপ্রকাশিত সকল চালাকিসহ কোন কিছুই কাজে আসছে না বরং বিপদ আরো বেগবান হচ্ছে। পৃথিবী শেষের দিকে দ্রুত লয়ে এগুচ্ছে। তারপরও কি আমাদের বোধদয় হবে না? না হওয়ারই কথা কারন আমরা এখনও আল্লাহর অভিপ্রায় বুঝে ক্ষমা নিয়ে তাঁর কাছে ফিরে যেতে প্রস্তুত নয়। আমরা মনে করছি আমাদের চালাকি, ক্ষমতা, চাকুরী, অবস্থান, সামাজিক এবং পারিবারিক ঐতিহ্য ও সম্মানের অবস্থান আমাদেরকে ঐ মৃত্যু থেকে রক্ষা করতে পারবে নতুবা টাকা দিয়ে নিজেরা এই যাত্রায় উতরে যাব। সবই এখন বাস্তবতা ও পারিপাশ্বিক অবস্থা দেখে বিবেচনা করে আপনার এবং আমার অবস্থান ঠিক করুন। সময় এখনও আছে যা কাজে লাগালে চিরস্থায়ী শান্তি ও স্থিতিশীলতায় অবস্থান করা যাবে। সবই এখন আপনার এবং আমার উপর নির্ভর করছে। মহান আল্লাহ তায়ালা গনতন্ত্র এবং স্বাধীনতায় বিশ্বাসী তাই তিনি আমাদেরকে বার বার সুযোগ দিয়ে যাচ্ছেন এবং অধির আগ্রহে ধৈয্যসহকারে গ্রহন করার জন্য অপেক্ষা করছেন।
দায়িত্বের ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এখন সতর্কতা অবলম্বন করার সময়। এমতিইে পাপের অতল গহবরে হাবুডুবু হাচ্ছি; তার সাথে আর মিথ্যা বলে নতুন পাপের সংযুক্তি অব্যাহত না রাখি। সচেতন হই এবং সৃষ্টিকর্তার আহবানে সাড়া দিয়ে পূত ও পবিত্র হওয়ার লক্ষ্যে অগ্রসর হই। পৃথিবী থেকে বিদায় নেয়ার সময় এবং বিদায় নেয়া মানুষগুলোর কথা বিবেচনা নিয়ে আসি এবং আমার ও আপনার গন্তর্ব্য ঠিক করতে তৎপর হই। আত্মার সঙ্গে কথা বলূন এবং আত্মোউপলব্দিতে নিজেকে বিরাজমান রেখে সকল কর্মকান্ডে খোদার সাহায্য নিয়ে অগ্রসর হউন। জয় এবং সফলতা আপনার আসবেই। তবে শয়তান আপনাকে বিভিন্ন পন্থায় বাধাগ্রস্থ করবে কিন্ত আপনি খোদার সহায়তা নিয়ে শয়তানের ঐ বাধা অতিক্রম করবেন যা পূর্বে নবী ও রাসুলগণ করে আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেছেন। এই লক বা শাটডাউন যাই বলিনা কেন; এই সময়ে সুযোগ এসেছে নিজেকে নিয়ে ভাবার এবং নিজের কৃতকর্মের দিকে গুরুত্বের সহিত তাকানোর। এটাই একটি রহমত যা আল্লাহর কাছ থেকে এসেছে। পৃথিবীর ব্যস্ততায় আর জাগতিক আকাঙ্খার চাপে কোন সময়ই ছিল না পিছনে ফিরে তাকানোর তবে এখন সময় হয়েছে এবং খোদা সেই সুযোগ দানের সাথে এও আহবান করছে আপনাকে এবং আমাকে তাঁর কাছে তৌবা করে ফিরে আসতে। হ্যা আমরা এই সময়টুকু কাজে লাগাই এবং আগামীর জীবন ও মরনকে পবিত্রতার সহিত আল্লাহর হাতে সপে দেবার প্রস্তুতি সম্পন্ন করি।
আপনজন এবং পরিচিতজন হারাচ্ছি অহরত; সর্বোপরি আমারই ন্যায় মানুষকে হারাচ্ছি এবং শুনে ও দেখে হতভম্ব হয়ে যাচ্ছি। ভয় নেই আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর পরিবত্রতায় নিজেকে সাজাই এবং সকল ভয়ের উদ্ধে উঠে পৃথবীতে খোদার রহমত বিলানোর উদ্দেশ্যে জীবন যাপন করি এবং পরকালে খোদার সঙ্গে বসবাসের স্থানকে এখান থেকে সম্মানের সহিত ভোগ করতে প্রস্তুতি সম্পন্ন করি। চোখ খুললেই যা দেখছি তা সবই খোদার বিরুদ্ধে দাঁড়ানো ছারা আর কিছু নয় তাই বর্তমানে আমার সংবাদ শোনা, পড়া ও দেখাতে অনিহা আসছে তারপরও সহ্য করে এগুতে হচ্ছে এবং হবে। খোদার দরবারে মোনাজাত করি যেন তিন আমাকে শক্তি, সাহাস, ধৈয্য ও সহ্য করার সাহস ও ক্ষমতা দান করেন। তাঁরই অভিষ্ট লক্ষ্যে পৌঁছার দৌঁড়ে যেন অংশগ্রহন করতে পারি এবং শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। প্রতিনিয়ত অনুশোচনা, ভুল স্বীকার, ক্ষমা চাওয়া ও তৌবার মাধ্যমে দিন গুজার করুন। আল্লাহ আপনাকে এবং আমাকে নতুন পথ দেখাবেন। নতুন আগামীর জন্য প্রস্তুত করবেন। এই নিশ্চয়তাটুকু খোদার কালামের আলোকে আমি সকলের উদ্দেশ্যে নিবেদন করলাম।
জন্মিলে মরিতে হইবে এই কথা সত্য এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর কোন সুযোগ এই পর্যন্ত পৃথিবীতে কারোরই হয়নি এবং হবেও না। তবে জন্ম এবং মৃত্যুর একটি নির্দিষ্ট সময় আছে আর ঐ সময়েই জন্ম এবং মৃত্যু হবে এবং হয়েছে। তবে এই সময়টুকু নাতিদীর্ঘ নয় বরং স্বল্প সময়ের জন্য। তাই এই স্বল্প সময়কে কাজে লাগিয়ে ইতিবাচক এবং আগামীর কল্যানের জন্য সৃষ্টিকর্তার ইচ্ছার বহি:প্রকাশ ঘটানোই আমাদের প্রত্যেকের নিত্য ও নৈমিত্তিক এমনকি ঈমানি দায়িত্ব। তাই সকল দায়িত্বে সৃষ্টিকর্তার ইচ্ছা ও অভিপ্রায়কে প্রধান্য দিন এবং মানব কল্যাণে অথবা সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করুন এবং নিবেদিত প্রাণ হিসেবে জীবন উৎসর্গ করে সামনে এগিয়ে যান। এটাই খোদার ইচ্ছা ও অভিপ্রায়। আর এই জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সকল উপকরণের যোগান দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মূল কথা হলো পাপ বা মিথ্যা আমাদেরকে সৃষ্টিকর্তার কাছ থেকে দিন দিন দুরে সরিয়ে দিচ্ছে আর এর সঙ্গে যুক্ত হয়েছে অবাধ্যতা। তাই আমরা আর অবাধ্য না হই এবং মিথ্যা ও পাপের রাহুগ্রাস থেকে নিজেদেরকে মুক্ত করি। এই বিশালায়তন পৃথিবীতে নিজেকে সৃষ্টিকর্তার সৃষ্টিপূর্ব পরিকল্পনার সঙ্গে যুক্ত করে সৃষ্টিকে এবং সৃষ্টিকতার পরিকল্পনাকে পূর্ণ সফলতায় পর্যবসিত করি। আল্লাহ আমাদের সহায় হও এবং তোমার ইচ্ছায় পরিচালিত কর এমনকি আমাদের অবাধ্যতাকে অথবা মিথ্যা ও পাপকে তোমার হস্তক্ষেপে বিতারিত করে তোমার সান্নিধ্যে রেখে শেষ নি;শ্বাস ত্যাগ করতে প্রস্তুত কর। আমীন।

Leave a Reply

Your email address will not be published.