কুষ্টিয়া স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ আইলচারা বাজার এর হারু মোড়ের হক ফার্মেসীর গ্রাম্য ডাক্তার মো শরিফুল ইসলাম। তিনি গত ২০ই জুলাই মিরপুর উপজেলার অঞ্জনগছী গ্রামের মৃত মোতালেব মন্ডল এর পুত্র বাবলু কিছু দিন আগে তার হাতের আঙ্গুলে শিং মাছ বা জিয়েল মাছের কাঁটা ফোটে। ফলে হাতে ব্যথা হলে হক ফার্মেসী তে ওষুধ কিনতে যায়। তখন সেখানে ডাক্তার শরিফুল ইসলাম তাকে বলেন হাতের আঙ্গুল এর মাংস কেটে কাঁটা বের করতে হবে। রোগীর আপত্তি সত্ত্বেও তিনি কাঁটা বের কারার চেষ্টা করে। এক পর্যায় আঙ্গুলের কিছু মাংস কেটে ফেলেন ফলে আঙ্গুল টি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি কয়েক দফায় চিকিৎসা দেন এবং ভুক্তভোগী বাবলু অন্য কোন ডাক্তার এর কাছে যাওয়ার অনুমতি চাইলে তিনি বলেন এখানেই সব কিছু ঠিক হয়ে যাবে।
পরে গত ১৪ আগস্ট কুষ্টিয়া সদর হসপিটাল এ ইমার্জেন্সীর ডাক্তার তার আঙ্গুল কর্তন করার জন্য বলেন। পরে শরিফুল ইসলাম এর কাছে অপারেশন খরচ বাবদ কিছু চাইতে গেলে রোগীকে গালিগালাজ ও হুমকি ধামকি দেয় বলে ভুক্তভোগী বাবলু জানান সবাইকে। পরে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বাবলু। বাবলু জানান আমি একজন দিন মজুর গত দেড় মাস কোন কাজ করতে পারি নাই তাই আমার যে ক্ষতি হয়েছে তা যেন আর কারো না হয় সেই আসা ব্যাক্ত করেন এবং ঔ ডাক্তারের শাস্তি দাবি করেন।