ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিভিন্ন কর্মসূচী পালন করছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সততা সংঘের শপথ বাক্য পাঠ, দুর্নীতি বিরোধী ডিসপ্লে, রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, উপজেলার জামে মসজিদে ইমাম কর্তৃক পাক-জুম্মা আলোচনায় দুর্নীতি বিরোধী বক্তব্য, মানববন্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) কসবা সিডিসি স্কুলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দাবাদ আদর্শ মাহা বিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আলমগীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন; উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা প্রেসক্লাব অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, সাংবাদিক মো. রুবেল আহমেদ, ভজন শংকর আচার্য্য, সকালের সূর্য পত্রিকার নির্বাহী সম্পাদক তাসলিমা আক্তার কাকলী, শিক্ষক সাইদুর রাহমান খান, আমিনুল ইসলাম প্রমুখ।