কামাল নূর, দোবাই প্রবাসী॥ আজ ৭ই সেপ্টেম্বর; এই দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বহুগুণে গুণান্বিত মহিয়ান এই মানুষটি। যার প্রমান বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরেই বিদ্যমান। রাজনীতি, ওকালতি, মানব সেবা এবং সততায় তিনি সমুজ্জ্বল। মাননীয় প্রধানমন্ত্রী এবং এলাকার নিরিহ জনগণ এই সহজ-সরল নির্লোভ এবং নিরহংকার মানুষটিকে জানেন এবং তাঁর জীবন ও কর্মের বাস্তব দৃশ্যমানতাকে মানেন। তবে এর অভাব এখন সমাজে পরিলক্ষিত হচ্ছে। যিনি এত ক্ষমতা এবং সম্মানীত স্থানে আসীন হয়েও জীবনে নিজের জন্য কিছু করে রেখে যাননি। তাঁর বাড়িতে আজও সেই পৈত্রিক সূত্রে পাওয়া টিনের জড়াগ্রস্থ ঘড়টি বিদ্যমান রয়েছে। যার সাক্ষী এলাকা তথা দেশবাসী সকলেই জানেন।
এতক্ষণ যার কথা বলেছি তিনি হলেন সাবেক গণ পরিষদের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রাক্তন প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ একে এম এমদাদুল বারী সাহেব। জীবদ্দশাই তিনি অর্থ ও বিত্তকে প্রাধান্য দেননি বরং দিয়েছেন দল ও দেশকে সেবায় দৃষ্টান্তে প্রাধান্য। সেই প্রাধান্য আজ আমাদেরকে শ্রদ্ধা ও বিন¤্র ভালবাসায় স্মরণ করতে এবং কৃতজ্ঞচিত্তে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে আগামীর বারী প্রস্তুতে খোদার সাহায্য প্রার্থনায় কায়মনোবাক্যে মিনতি করতে তারিত করে। সেই মানুষটির সৃষ্টি এবং সৃজনশীলতা এবং দলীয় আনুগত্য এমনকি দায়িত্ববোধ এখন বর্তমান ও আগামীর কল্যাণে ব্যবহৃত হতে উৎসাহ যোগাবে এই বিশ^াস আমার ও আপনার সকলেরই।
আমরা ঐ অমর ও শ্রদ্ধার মানুষটির কর্মকে এবং ভালগুনগুলিকে স্মরণ করি এমনকি নিজেদের জীবনে প্রয়োগ করে আগামীর কল্যাণের তরে ব্যবহার করে নিজেরাও দল, দেশ এবং সর্বোপরি সৃষ্টিকর্তার দৃষ্টিতে তাঁর প্রীয়পাত্রে পরিণত হতে চেষ্টায় রত থাকি। আজকের এই দিনে একজন আদর্শ মানুষের গুণগ্রাহী হিসেবে সকলের নিকট আবেদন ও নিবেদন করি যাতে ঐ মানুষটির মত সৎ জীবনে উৎসাহি হয়ে জীবনের সকল দায়িত্ব পালনে সচেষ্ট থাকি। জনাব বারী সাহেবকে স্মরণ করি এবং তার জন্য দোয়া ও মোনাজাত অব্যাহত রাখি। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং তাঁরই ঔরষজাত সন্তানদ্বয়কে যোগ্য বাবার যোগ্য উত্তরাধিকারী হয়ে আগামীর কল্যাণ এবং সেবার দৃষ্টান্তে নিজেদেরকে নিয়োজিত রাখতেও অনুরোধ করি। আল্লাহ আমাদেরকে নেক হায়াত ও তৌফিক দান করুন যাতে আমরা আমাদের স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য পালন করে একজন এমদাদুল বারী সাহেবের অভাব ঘুচাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।