প্রশান্তি ডেক্স ॥ ১৪ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ আত্মহত্যা। বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যায় মৃত্যুবরণ করে। এ আত্মহত্যা প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের (বিটিএফ) উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে দিনব্যাপী এ আলোচনা সভা ও পুরস্কার বিরতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাসব্যাপী আত্মহত্যা প্রতিরোধমূলক ছোটগল্প, প্রবন্ধ ও পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতা ২০২১ আয়োজন করে বিটিএফ। প্রতিযোগিতায় ৪৩০ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৩৪ জন ছোটগল্প, ৯৭ জন প্রবন্ধ ও ১৯৯ জন পোস্টার ডিজাইনিংয়ের জন্য প্রতিযোগিতা করেন। প্রাথমিক বাছাইয়ের পর ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হকসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা আত্মহত্যা প্রতিরোধে উদার ও সুশিক্ষা প্রচার ও নিজের পরিবারের সন্তানদের সঠিকভাবে তদারকি করার পরামর্শ দেন।