বাংলাদেশ উন্নত হোক এটা তারা চান না…আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বাংলাদেশ উন্নত হোক উনারা কখনোই এটা চান না। তারা এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। বিএনপি’র শাসনামলে দেশ অন্ধকারে ডুবেছিলো। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় দেশের বৃহৎ আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপন উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু চেয়েছিলো দেশের মানুষ যেন আশ্রয়হীন না থাকে। জাতির পিতার জন্মশর্ত বার্ষিকীতে বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উপজেলা প্রশাসনের আয়োজনে খাড়েরা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব কবির আহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো.আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী কমিশনার ভ’মি হাসিবা খান, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন। বিকেলে আইনমন্ত্রী উপজেলা পরিষদ অডিটরিয়াম থেকে ভাচুয়ালী প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত ভবন, পৌরসভার ৩টি কাজ এবং কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published.