জাতীর পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত সিরাজুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা, (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন সংসদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম এডভোকেট সিরাজুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কসবা মহিলা কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। কসবা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এম.জি হাক্কানী। প্রধান অথিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার ভুইয়া জীবন। মিলাদ পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল হান্নান। অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মরহুম সিরাজুল হক ১৯৭০ ও ১৯৭৩ সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পির বাবা। তিনি ২০০২ সালের ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি বঙ্গবন্ধুর হত্যা ও কারাগারে জাতিয় চার নেতা হত্যা মামলার বিশেষ কৌশলি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.