প্রশান্তি ডেক্স \ বাংলাদেশের বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠান যেন করোনার টিকা উৎপাদন করতে পারে সেজন্য তাদের সহযোগিতা ও উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøংকেনের আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুরোধ করেন তিনি। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী প্রতিটি দেশের জন্য সুলভ মূল্যে টিকা সরবরাহের দাবি জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে আরও সরবরাহের প্রয়োজন। বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ৪০ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের টিকা পরিস্থিতি তুলে ধরেন ড. এ কে আব্দুল মোমেন। তার তথ্যানুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ৮ কোটি ২৪ লাখ ১১ হাজার ১৫২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৭০৫ জন। অ্যান্থনি বিøংকেনের আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠানে বিভিন্ন দেশের আরও ২৫ জন পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post