ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ কসবায় গত দুই নভেম্বর রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল রবিবার কুটি ইউনিয়ন পরিষদে ভার্চুয়ালী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরন করা হয়। বিতরন কার্যক্রম উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ১৫ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা বিতরন করা হয়। এদের মধ্যে তিনজন ঘরের মালিক পেয়েছে ৫ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ২০ হাজার টাকা। মার্কেটের গ্যারেজে পুরে যাওয়া ১৬ জন ভারাটিয়া ও ইজিবাইক মালিক পেয়েছেন নগদ সাড়ে সাত হাজার টাকা।
কুটি ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্থনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, কসবা থানা ওসি আলমগীর ভ’ইয়া, কুটি ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহŸায়ক মোস্তাক আহাম্মদ, শামিম রেজা।