চাল-টাকা আত্মসাৎ; ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সাভার সংবাদদাতা \  চাল ও টাকা আত্মসাতের অভিযোগে সাভার কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে বরখাস্ত করে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপসচিব আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়।

এর মধ্যে কাউন্দিয়ার সিংগাসার আলী আহম্মদ স্কুল থেকে বেলতলা মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পের ৪০ লাখ টাকা বরাদ্দের কাজ শেষ না করে টাকা ও রাস্তা সংস্কারের টিআর কাবিখার চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া পরিষদের সভায় ভুয়া রেজল্যুশন তৈরি করে তা দেখানোর অভিযোগও রয়েছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আমার জানা নেই।’

Leave a Reply

Your email address will not be published.