দুঃশাসনের ভারে নুয়ে পড়ার অবস্থা সরকারের; জি এম কাদের

প্রশান্তি ডেক্স ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, যে সরকার অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি-দুঃশাসনের ভারে ক্রমে ভারী হতে থাকে, সেই সরকারকে হটাতে আন্দোলনের প্রয়োজন হয় না। ওই ভারেই তাদের নুয়ে পড়তে হয়, বর্তমান সরকারের সেই অবস্থা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এখন কোনোভাবেই ভালো নেই। তারা চরম হতাশায় ভুগছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশের রাজনীতিতে পরিবর্তন এখন অপরিহার্য। কারণ, আওয়ামী লীগ ও বিএনপি এখন অচল মুদ্রার এপিঠ-ওপিঠে পরিণত হয়েছে। এই মুদ্রায় আর লেনদেন চলবে না। নব্বইয়ের পর দুটি দল দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেনি। সব ক্ষেত্রে বিপর্যয়ের পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। এ অবস্থায় দেশ চলতে পারে না। জাপার মহাসচিব মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির বেশ কিছু নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। অনুষ্ঠানে তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া, করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, তাড়াইল উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমজাদ হোসেন খান, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published.